عن أبي هريرة رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : "لاَ يَقْبَل الله صلاَة أَحَدِكُم إِذا أَحْدَث حَتَّى يَتوضَّأ".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“তোমাদের কারো যখন হাদাস হয়, আল্লাহ তার সলাত কবূল করবেন না, যতক্ষণ না সে উযূ করে।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
প্রজ্ঞাময় শরীয়ত প্রণেতা নির্দেশা দেন যে, যে ব্যক্তি সালাত আদায়ের ইচ্ছা করে সে যেন সুন্দর ও মনোরম আকৃতি ছাড়া সালাতে প্রবেশ না করে। কারণ, সালাত রব ও তার বান্দার মাঝে একটি মজবুত বন্ধন। এটি আল্লাহর সাথে কথোপকথনের একটি পদ্ধতি। এ কারণেই তিনি তাকে সালাতের জন্য উযূ করা ও পবিত্রতা অবলম্বনের নির্দেশ দেন। আর তিনি জানিয়ে দেন যে, পবিত্রতা ছাড়া সালাত প্রত্যাখ্যাত ও কবুল হবে না।