عن أبي هريرة رضي الله عنه أَن النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ:
«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُر أَحَدُكُم مَنْ يُخَالِل».
[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 4833]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়। অতএব তোমাদের প্রত্যেককে দেখা উচিত কাকে বন্ধু বানাবে”।
[হাসান] - - [সুনানে আবু দাউদ - 4833]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ অভ্যাসে ও চরিত্রে তার অন্তরঙ্গ বন্ধু ও দোস্তের মত হয়। বন্ধুত্ব আচরণ, চরিত্র ও স্বভাবে প্রভাব ফেলে। এই জন্য তিনি ভালো বন্ধু নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন। কারণ, বন্ধু তার বন্ধুকে ঈমান, হিদায়াত ও কল্যাণের পথ দেখাবে এবং তার সহযোগী হবে।