+ -

عَنْ جَابِرٍ رضي الله عنه قال: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ:
أَنَّ رَجُلًا تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ فَأَبْصَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ» فَرَجَعَ، ثُمَّ صَلَّى.

[صحيح بشواهده] - [رواه مسلم] - [صحيح مسلم: 243]
المزيــد ...

জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করেছেন:
“এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”

[শাওয়াহেদ (সমঅর্থে আরও) হাদীস থাকার কারণে সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 243]

ব্যাখ্যা

উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে অযু সম্পন্ন করেছে; কিন্তু তার পায়ের নখ পরিমাণ জায়গায় পানি লাগেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জায়গাটি দেখিয়ে বললেন, "ফিরে যাও এবং ভালোভাবে অযু সম্পন্ন করো এবং প্রতিটি অঙ্গকে তার প্রাপ্য পানি দাও।" সে ব্যক্তি ফিরে গিয়ে পূর্ণভাবে অযু সম্পন্ন করল এবং তারপর সালাত আদায় করল।

হাদীসের শিক্ষা

  1. সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞ বা গাফিল ব্যক্তিকে সঠিক পথ দেখানো অবশ্যক, বিশেষত যখন কোনো মন্দ কাজ তার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে।
  2. অযুর সকল অঙ্গে পূর্ণভাবে পানি পৌছানো আবশ্যক। যদি কেউ অযুর কোনো অঙ্গের সামান্য অংশও পানি না লাগায়, তাহলে তার অযু শুদ্ধ হবে না। যদি দীর্ঘ সময় পার হয়ে যায়, তাহলে অযু পুনরায় করতে হবে।
  3. অযুকে শরীয়তের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ও সুন্দরভাবে সম্পন্ন করা উচিত।
  4. দুটি পা অযুর অঙ্গ, তাই এগুলো শুধু মাসেহ করলে চলবে না; বরং পূর্ণভাবে ধৌত করতে হবে।
  5. অযুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করতে হবে, যেন একটি অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই পরবর্তী অঙ্গ ধৌত করা হয়।
  6. অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে আবশ্যকীয় কিছু ছুটে গেলে ওয়াজিব রহিত হয়না। তবে গুনাহ রহিত হয়। যেমন এ ব্যক্তি অজ্ঞতাবশতঃ অযু ঠিকমতো না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে ওয়াজিব (অযু) রহিত করেননি, বরং তাকে পুনরায় অযু করতে নির্দেশ দিয়েছেন।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আলবেনি সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা লিথুনীয় দারি সার্বিয়ান সোমালি কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি অরমো কন্নড় الولوف আজারী ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো