عَنْ جَابِرٍ رضي الله عنه قال: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ:
أَنَّ رَجُلًا تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ ظُفُرٍ عَلَى قَدَمِهِ فَأَبْصَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ» فَرَجَعَ، ثُمَّ صَلَّى.
[صحيح بشواهده] - [رواه مسلم] - [صحيح مسلم: 243]
المزيــد ...
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করেছেন:
“এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”
[শাওয়াহেদ (সমঅর্থে আরও) হাদীস থাকার কারণে সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 243]
উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে অযু সম্পন্ন করেছে; কিন্তু তার পায়ের নখ পরিমাণ জায়গায় পানি লাগেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জায়গাটি দেখিয়ে বললেন, "ফিরে যাও এবং ভালোভাবে অযু সম্পন্ন করো এবং প্রতিটি অঙ্গকে তার প্রাপ্য পানি দাও।" সে ব্যক্তি ফিরে গিয়ে পূর্ণভাবে অযু সম্পন্ন করল এবং তারপর সালাত আদায় করল।