উপ-শ্রেণিবিন্যাসসমূহ

হাদীসসমূহের তালিকা

পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের ‘আযাব রয়েছে।
عربي ইংরেজি উর্দু
“এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”
عربي ইংরেজি উর্দু