عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم إذا توضأ أدار الماء على مِرْفَقَيْهِ.
[صحيح] - [رواه الدارقطني والبيهقي]
المزيــد ...

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযূ করতেন তখন তার দুই কনুইর ওপর পানি পৌঁছাতেন।
সহীহ - এটি বাইহাকী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটি স্পষ্ট করে যে, অযুর ওয়াজিব হলো, দুই হাত কনুইসহ ধোয়া। দুই কনুইকে অন্তভুর্ক্ত করার ওপর গুরুত্ব দেওয়া দ্বারা স্পষ্ট হয় যে, দুই হাত ধোয়ার মধ্যে কনুইদ্বয়ও অন্তভুর্ক্ত। হাদীসটি যদিও দুর্বল কিন্তু অন্যান্য দলিল তার অর্থকে প্রমাণ করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ
অনুবাদ প্রদর্শন
আরো