عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ.  
                        
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 201]
                        
 المزيــد ... 
                    
আনাস রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ (৩লিটার)থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ (750মিলিলিটার)পানি দিয়ে ওযু করতেন। 
                                                     
                                                                                                    
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 201]                                            
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকের কারণে এক সা’ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং তিনি এক মুদ দিয়ে ওযু করতেন। ‘সা’ হল চার ‘মুদ’ এবং এক মুদ হলো: স্বাভাবিক গঠনের একজন ব্যক্তির দুই হাতের অঞ্জলি ভর্তি সমপরিমাণ পানি।