+ -

عن أنس رضي الله عنه قال: «كان النبي صلى الله عليه وسلم يغسل، أو كان يغْتَسِل، بالصَّاع إلى خَمْسة أمداد، ويَتَوضأ بالمُدِّ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ পানি দিয়ে অযু করতেন।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা‘ থেকে নিয়ে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন। অর্থাৎ, তিনি যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন তাতে মধ্যম পন্থা অবলম্বন করতেন। অনেক সময় গোসলে এক সা‘ পরিমাণ পানি তার জন্য যথেষ্ট হতো। আর তা হলো চার মুদ্দ। আর কখনো একটু বেশি লাগতো। তখন তার শরীরের প্রয়োজন অনুযায়ী পাঁচ মুদ দ্বারা গোসল করতেন। আর তার বাণী: “এক মুদ দ্বারা ওযু করত।” মুদ হলো এক রিতিল ও এক-তৃতীয়াংশ।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি লিথুনীয় রোমানিয়ান মালাগাসি
অনুবাদ প্রদর্শন
আরো