عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ:

كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পড়া দো‘আ হলো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আ সবচেয়ে বেশি পড়তেন। এটি কুরআনের একটি গুরুত্বপূর্ণ সম্মানিত আয়াত।। তিনি এ দো‘আ বেশি পরিমাণে পড়তেন; কেননা এতে দুনিয়া ও আখিরাতে প্রাপ্তির যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এখানে ‘হাসানা’ অর্থ নি‘আমত। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের নি‘আমতসমূহ প্রার্থনা করেছেন এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চেয়েছেন। দুনিয়ার হাসানার অন্তর্ভুক্ত হলো যাবতীয় পছন্দনীয় ও কাঙ্খিত জিনিস প্রার্থনা করা এবং আখিরাতের হাসানা হলো সর্বাধিক বড় নি‘আমত তথা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি। কেননা জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি হলো পরিপূর্ণ নি‘আমত অর্জন ও ভয়-ভীতি ও বিপদ-আপদ দূরীভূত হওয়া।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি পশতু অসমীয়া السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

শব্দার্থ

আরো