عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ أَعَدَّ اللهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا، كُلَّمَا غَدَا أَوْ رَاحَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 669]
المزيــد ...
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়নস্থল জান্নাতে প্রস্তুত করেন। সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমনাগমন করে।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 669]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে কেউ ইবাদত, ইলম বা অন্যান্য ভাল উদ্দেশ্যে যে কোন সময় দিনের শুরুতে বা শেষে মসজিদে আসেন তাকে সুসংবাদ দিয়েছেন যে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি জায়গা এবং আতিথেয়তা প্রস্তুত করেছেন, যখনই তিনি দিন বা রাতে মসজিদে আসেন।