عن المقدام بن معدِيْكَرِب قال: قال رسول الله صلى الله عليه وسلم: (ألا هل عسى رجلٌ يبلغه الحديث عني وهو متكئ على أريكته فيقول: بيننا وبينكم كتاب الله، فما وجدنا فيه حلالًا استحللناه، وما وجدنا فيه حرامًا حرمناه. وإن ما حرم رسول الله كما حرم الله).
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه]
المزيــد ...

আল-মিকদাম ইবনু মা‘দী কারিব রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "c2">“সাবধান! অচিরেই এক ব্যাক্তি তার আসনে হেলান দেওয়া অবস্থায় বসে থাকবে এবং তার কাছে আমার থেকে হাদীস পৌঁছাবে, তখন সে বলবে: আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর কিতাবই রয়েছে। সুতরাং আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল গণ্য করব এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম গণ্য করব। (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:) নিশ্চয় রাসূলুল্লাহ যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই।”
সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার মানুষ সম্পর্কে সংবাদ দিচ্ছেন যারা তাঁর -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- হাদীসকে সম্মান প্রদর্শন করবে না, তাদের মধ্যে কেউ তার সুন্নাহ দ্বারা দলিল গ্রহণ করবে না আর তার দিকে মাথা তুলে তাকাবে না। তাদের কারো নিকট আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাদীসসমূহ থেকে কোনো হাদীস পৌঁছলে সে তার আসনে হেলান দেওয়া অবস্থায় তা প্রত্যাখ্যান করে বলবে: "c2">“আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর কিতাবই রয়েছে। সুতরাং আমরা তাতে যা হালাল পাবো তাকেই হালাল গণ্য করব এবং তাতে যা হারাম পাবো তাকেই হারাম গণ্য করব।” আর তার কাছে সে হাদীস পৌঁছবে তার উপরে সে আমল করবে না এবং তাতে বিশ্বাসও করবে না। তার ধারণা অনুযায়ী আল-কুরআনই তার একমাত্র উৎস। অথচ সে যদি কুরআন অনুযায়ী আমল করত, তবে অবশ্যই সুন্নাহকে আকড়ে ধরত। কেননা আল-কুরআনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের আদেশ দিয়েছে। আর যারা আমাদের কাছে কুরআনকে বর্ণনা করেছেন, তারাই তো আমাদের কাছে সুন্নাহ বা হাদীসকে বর্ণনা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, যা আল্লাহ হারাম করেছেন এবং যা তাঁর রসূল হারাম করেছেন তা সমান। আর রসূলের হারামকরণ মূলত: আল্লাহরই হারামকরণ; কেননা তিনি আল্লাহ ত‘আলার পক্ষ হতে প্রচারক মাত্র। এবং তিনি (রসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম) তার প্রবৃত্তি হতে কোনো কথাই বলেননি।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. আল্লাহর রাসূল আলাইহিস সালামের হাদীসকে সম্মান প্রদর্শন করা এবং তার আদেশ ও নিষেধকে সম্মান প্রদর্শন করা।
  2. আর তা আল-কুরআনকেই সম্মান প্রদর্শন করা।
  3. আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা হারাম করেছেন, তা আল্লাহর হারাম করা বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত।
  4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার অর্থ হচ্ছে আল্লাহর বিরোধিতা করা।
  5. নিশ্চয় যে ব্যাক্তি সুন্নাহকে অবজ্ঞা করে কুরআনের উপর যথষ্টে করার দাবী করবে সে উভয়টি অবজ্ঞা করল এবং সে তার কুরআন অনুসরণ করার দাবীতে মিথ্যাবাদী।
আরো