عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2948]
المزيــد ...
মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“ব্যাপক গণহত্যা চলাকালিন সময়ে ইবাদাত করা আমার কাছে হিজরতের সমতুল্য”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2948]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশৃঙ্খলা, কলহ, হত্যা এবং মানুষের বিভেদের সময়ে ইবাদত ও তা আকঁড়ে ধরার প্রতি নির্দেশনা দিয়েছেন। এর প্রতিদান নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার মতো। এর কারণ হল তখন মানুষ এটিকে অবহেলা করবে, এর থেকে বিমুখ হবে এবং খুব কম লোকই এর জন্য সময় বের করবে।