+ -

عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «العبادة في الهَرْج كهجرة إليَّ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

মা‘কাল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করা মতো”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

যে ব্যক্তি ফিতনা, হত্যা, বিভিন্ন বিষয়ে ভালো-মন্দের সংমিশ্রণ ও দীন বিনষ্ট হওয়ার স্থানসমূহ থেকে দূরে থাকবে, অতঃপর সে আল্লাহর ইবাদাতে মগ্ন হবে এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার মতো সাওয়াব ও বিনিময় লাভ করবে।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি তামিল অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি
অনুবাদ প্রদর্শন
আরো