+ -

عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «العبادة في الهَرْج كهجرة إليَّ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

মা‘কাল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করা মতো”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

যে ব্যক্তি ফিতনা, হত্যা, বিভিন্ন বিষয়ে ভালো-মন্দের সংমিশ্রণ ও দীন বিনষ্ট হওয়ার স্থানসমূহ থেকে দূরে থাকবে, অতঃপর সে আল্লাহর ইবাদাতে মগ্ন হবে এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার মতো সাওয়াব ও বিনিময় লাভ করবে।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি তামিল থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো