+ -

عن عبد الله بن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «لو يُعْطَى الناسُ بدَعْوَاهُم لادَّعى رجالٌ أموالَ قومٍ ودِمَاءَهُم، لكنَّ البينةَ على المدَّعِي واليَمِينَ على من أَنْكَرَ».
[صحيح] - [أخرجه بهذا اللفظ البيهقي في السنن الكبرى. وأخرج البخاري ومسلم بعضه]
المزيــد ...

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যদি মানুষকে কেবল তাদের দাবী অনুযায়ী দিয়ে দেওয়া হয় তাহলে কতক লোক অন্যের সম্পদ ও জীবন দাবী করবে। সুতরাং, দাবীদারের দায়িত্ব প্রমাণ পেশ করা আর যে অস্বীকারীর কাজ হলো শপথ করা।”
[সহীহ] - [এটি বাইহাকী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

হাদীসটি ন্যায় বিচার বাস্তবায়ন, সত্য প্রতিষ্ঠা এবং জান-মালের সংরক্ষণের নিমিত্তে দলীল-প্রমাণাদী ব্যতীত দাবী গ্রহণ না করা ও অস্বীকারকারী থেকে কসম গ্রহণ করার ক্ষেত্রে মূলনীতিস্বরূপ। অতএব, প্রমাণ ব্যতীত প্রত্যেক দাবীদারের দাবী প্রত্যাখ্যাত। চাই তা হক বা মু‘আমালার ব্যাপারে হোক কিংবা ঈমান ও ইলমের মাসায়েলের ব্যাপারে হোক।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি সার্বিয়ান রোমানিয়ান মালাগাসি কন্নড়
অনুবাদ প্রদর্শন
আরো