শ্রেণিবিন্যাস: আকীদা . শেষ দিবসের ওপর ঈমান .
+ -

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ألا أُحَدِّثُكُمْ حديثا عن الدجال ما حدَّثَ به نبيٌّ قومه! إنه أعور، وإنه يَجيءُ معه بمثالِ الجنة والنار.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো না, যা কোন নবীই তাঁর জাতিকে বলেননি? তা এই যে, সে হবে কানা। আর সে নিজের সাথে নিয়ে আসবে জান্নাত ও জাহান্নামের মত কিছু। যাকে সে জান্নাত বলবে, বাস্তবে সেটাই হবে জাহান্নাম।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

নবীগণের মধ্যে এমন কোন নবী ছিলেন না যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। অথচ সে কেবল শেষ যামানায় আসবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যা পূর্বের নবী ও রাসূলগণ আলোচনা করেননি। আর সে মানুষকে বিভ্রান্ত করবে এবং সংশয়ের মধ্যে ফেলবে। ফলে তারা ধারণা করবে, এই যে লোকটি তার অনুসরণ করেছে তাকে সে জান্নাতে প্রবেশ করিয়েছে। আর যে তার অবাধ্য হয়েছে তাকে সে জাহান্নামে প্রবেশ করিয়েছে। অথচ বাস্তবতা হালো তার সম্পূর্ণ বিপরীত।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা দারি সার্বিয়ান সোমালি কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো