عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «أمِرْت أن أسْجُد على سَبْعَة أعَظُم على الجَبْهَة، وأشار بِيَده على أنْفِه واليَدَين والرُّكبَتَين، وأطْرَاف القَدَمين ولا نَكْفِتَ الثِّياب والشَّعر».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি সাতটি হাড্ডি (অঙ্গ) দ্বারা সাজদাহ্ করার জন্য নির্দেশিত হয়েছি। কপালের উপর এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে নাককে এর অন্তর্ভুক্ত করেন। আর দু’ হাত, দু’ হাঁটু এবং দু’ পায়ের আঙ্গুলসমূহের উপর। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই।“
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

হাদীসটির অর্থ, আমাকে সিজদা করার আদেশ দেওয়া হয়েছে। অপর বর্ণনায়, আমাদের আদেশ করা হয়েছে। অপর বর্ণনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তিনটি বর্ণনাই বর্ণনা করেছেন ইমাম বুখারী। শর‘ঈ কায়েদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে আদেশ করা হয়, তা তার ও উম্মাত উভয়ের জন্যই আদেশ। “সাত অঙ্গের ওপর” অর্থাৎ, আমাকে আদেশ করা হয়েছে যে, আমি যেন সাত অঙ্গের ওপর সিজদা করি। এখানে হাড্ডিসমূহ দ্বারা উদ্দেশ্য সিজদার অঙ্গ। যেমন অন্য বর্ণনায় তার ব্যাখ্যা এসেছে। তারপর তিনি এ বলে ব্যাখ্যা করেন যে, “কপালের ওপর”। অর্থাৎ, আমাকে নাকসহ কপালের ওপর সিজদা করতে আদেশ করা হয়েছে। যেমনটি তার ওপর প্রমাণ বহন করে তার বাণী তিনি তার হাত দ্বারা নাকের ওপর ইশারা করলেন। অর্থাৎ নাকের দিকে ইশারা করলেন যাতে তিনি স্পষ্ট করেন যে, এ দুটি একই অঙ্গ। “দুই হাত”। অর্থাৎ, দুই হাতের তালুর উপর। দুই হাত ব্যবহার দ্বারা এটিই উদ্দেশ্য হয়ে থাকে। দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুল। অর্থাৎ আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন দুই হাঁটি ও দুই পায়ের আঙ্গুলসমূহের ওপর সাজদাহ করি। আর সালাতের পদ্ধতি অধ্যায়ে আবূ হুমাইদ আস-সাআদীর হাদীসে এ শব্দে বর্ণিত, সিজদা অবস্থায় দুই পায়ের আঙ্গুলসমূহকে কিবলামুখ করলেন। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই। আল `কাফত‘ অর্থ একত্র করা ও মিলানো। অর্থাৎ, আমরা রুকূ ও সিজদা করার সময় কাপড় ও চুলকে ছড়িয়ে পড়া থেকে বাঁধা দিতে গিয়ে একত্র করব না এবং মিলিয়ে ফেলব না। বরং আমরা আপন অবস্থায় ছেড়ে দেই যাতে তা জমিনে ছড়িয়ে পরে। যাতে সে তার সমস্থ অঙ্গ, কাপড়, চুল ইত্যাদি নিয়েই সিজদা করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. সালাতে সাত অঙ্গের ওপর সিজদা করা ওয়াজিব। কারণ, আদেশের আসল হলো ওয়াজিব হওয়া।
  2. নাক বাদ দিয়ে কপালের উপর বা কপাল বাদ দিয়ে শুধু নাকের উপর সিজদা করলে তা বিশুদ্ধ হবে না। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কপালের কথা উল্লেখ করেন তখন নাকের দিকে ইশারাহ করেন।
  3. সমগ্র অঙ্গের ওপর সিজদা করা ওয়াজিব। কিছু অঙ্গের উপর সিজদা করলে তা শুদ্ধ হবে না। যতটুকু সম্ভব জমিনের ওপর কপাল রাখবে।
  4. হাদীসটির বাহ্যিক অর্থ দ্বারা বুঝা যায়, এ অঙ্গগুলোর কোন একটি খোলা রাখা ওয়াজিব নয়। কারণ, এগুলো খোলা ছাড়া জমিনের ওপর রাখলেই তার ওপর সিজদা করা বলা হয়। এ বিষয়ে কোন মতবিরোধ নাই যে, দুই হাটু খোলা ওয়াজিব নয়। অনুরূপভাবে দুই পা। কারণ, মোজা পরে সালাত বৈধ।
  5. সালাতে কাপড় গোছানো মাকরুহ।
  6. পেছন দিয়ে চুল বাধা বা বেণী বাধা মাকরুহ। চাই সে এটি সালাতের ইচ্ছায় করুক বা সালাতের পূর্ব থেকে ছিল এবং অন্য কোনো উদ্দেশ্যে করেছিল আর বিনা প্রয়োজনে আপন অবস্থায় সালাত আদায় করল।
আরো