শ্রেণিবিন্যাস: . . . .
+ -
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيَاشِيمِهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 238]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয় সে যেন তিনবার নাকে পানি দেয়। কারণ শয়তান তার নাসারন্ধ্রে রাত যাপন করে”।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 238]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত ব্যক্তিকে তিনবার ইস্তেনসার করতে উদ্বুদ্ধ করেছেন। ইস্তিনসার হল নাকে পানি প্রবেশ করিয়ে তা বের করে ফেলা। কারণ, শয়তান নাসারন্ধ্রে -পুরো নাকের ভেতর- রাত যাপন করে।

হাদীসের শিক্ষা

  1. যে কেউ ঘুম থেকে জাগ্রত হলে নাক থেকে শয়তানের প্রভাব দূর করার জন্যে তিনবার ইস্তেনসার করার বিধান রয়েছে; অযু করার সময় হলে ইস্তেনসার করার বিষয়টি বেশী গুরুত্ব পায়।
  2. ইস্তেনসার ইস্তেনশাকের উপকারিতার পরিপূর্ণতা; কারণ ইস্তেনশাক হল নাকের ভেতরের অংশ পরিস্কার করা; আর ইস্তেনসার পানির সাথে সেই ময়লা দূর করে দেয়।
  3. এটিকে "يَبيت" (রাত যাপন) শব্দ থেকে রাতের ঘুমের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কারণ, বাইতুতাহ রাতের ঘুমে হয়; অধিকন্তু রাতের ঘুমটি দীর্ঘ ও গভীর হয়।
  4. হাদীসটিতে প্রমাণ রয়েছে যে, মানুষের অজান্তে শয়তান তার সাথে সম্পৃক্ত থাকে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . . .
আরো