عن سلمان رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «إن ربكم حَييٌّ كريم، يستحيي من عبده إذا رفع يديه إليه، أن يَرُدَّهُمَا صِفْراً».
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه]
المزيــد ...

সালমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, "c2">“নিশ্চয় তোমাদের রব লজ্জাশীল, অতি দানশীল। তাঁর কোনো বান্দা নিজের দু”হাত তুলে তাঁর নিকট দো‘আ করলে তিনি সে দুটি হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”
সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীস প্রমাণ করে যে, দো‘আর সময় দু’হাত উত্তোলন শরী‘আতসম্মত এবং হাত উঠিয়ে দো‘আ করা কবুল হওয়ার অন্যতম উপায়। কেননা এতে রয়েছে অমুখাপেক্ষী মহাসম্মানিত রবের সমীপে বান্দার পক্ষ থেকে অভাব ও হীনতা প্রকাশ এবং তার রবের কাছ থেকে এ দু’টি হাতে আকাঙ্খিত জিনিস প্রাপ্তির শুভ প্রত্যাশা। বান্দা যখন দু’হাত তুলো মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তখন তিনি তাঁর দানশীলতা ও বদান্যতার কারণে এ দু’টি হাতকে দানমুক্ত করে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কেননা তিনি তো মহা দানবীর ও শ্রেষ্ঠদানকারী।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ তামিল
অনুবাদ প্রদর্শন
আরো