عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: «الْحَيَاء مِنْ الْإِيمَانِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, "c2">“লজ্জা ঈমানের অংশ।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

লজ্জা ঈমানের অংশ। কারণ, লজ্জাবোধকারী ব্যক্তি লজ্জার কারণে গুনাহ থেকে বিরত থাকে এবং দায়িত্বের প্রতি যত্নবান হয়। এটি মহান আল্লাহর ওপর ঈমানের প্রতিফলন। যখন মানুষের আত্মা ঈমানে পরিপূর্ণ হয় তখন তা তাকে গুনাহ থেকে বিরত রাখে এবং ভালো কর্মে উদ্বুদ্ধ করে। সুতরাং বান্দার ওপর লজ্জার প্রভাবের উপকারিতা বিবেচনায় লজ্জা ঈমানের স্তরেই পরিগণিত হয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. লজ্জাবান হওয়ার গুণে গুণান্বিত হওয়ার ওপর উৎসাহ প্রদান। কেননা এটি ঈমানেরই একটি অংশ।
  2. লজ্জা এমন একটি চরিত্র যা একজন মানুষকে সুন্দর কর্মসমূহ করা এবং খারাপ কর্মসমূহ বর্জন করার প্রতি উৎসাহ প্রদান করে।
  3. আর যা তোমাকে ভালো কাজ করতে বারণ করে তাকে লজ্জা বলা যাবে না। বরং তাকে কাপুষতা, অপদস্থতা, অপমানিত হওয়া এবং অক্ষমতা বলে।
  4. লজ্জা কখনো আল্লাহর পক্ষ থেকে হয়। আর তা সংঘটিত হয় আদেশসমূহ বাস্তবায়ন এবং অন্যায়সমূহ পরিহার করার মাধ্যমে। আবার কখনো লজ্জা মাখলুকের থেকে হয়। আর তা হয় তাদের সম্মান করা এবং তাদের যথাযথ স্থানে রাখার মাধ্যমে।
আরো