+ -

عَن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2995]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবু সাঈদ আল-খুদরী রদিয়াল্লাহু ‘আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার হাত দিয়ে মুখ ঢেকে রাখে, অন্যথায় শয়তান প্রবেশ করবে।"

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2995]

ব্যাখ্যা

যে হাই তুলল, যেমন অলসতা, উদর পূর্ণতা ইত্যাদি কারণে মুখ খুলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছেন: সে তার মুখে হাত রেখে তা দিয়ে তা বন্ধ করবে; কারণ এটি খোলা রাখলে শয়তান এতে প্রবেশ করে, তাই এতে হাত রাখলে তার প্রবেশে বাধা হয়।

হাদীসের শিক্ষা

  1. যদি কেউ হাই তুলতে চায়, তখন তার উচিত যতটা সম্ভব মুখ বন্ধ করে রাখা যাতে তা খুলে না যায়, যদি সে মুখ বন্ধ রাখতে না পারে, তাহলে তার উচিত হাত মুখের উপর রাখা এবং হাত দিয়ে মুখ ঢেকে রাখা।
  2. সকল পরিস্থিতিতে ইসলামী শিষ্টাচার মেনে চলা; কারণ এটি পরিপূর্ণতা এবং নৈতিকতার চিহ্ন।
  3. মানুষের উপর শয়তানের সকল ফাঁদ থেকে সাবধান থাকা।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আলবেনি সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি নেপালি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি কন্নড় الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো