+ -

عن الأغر بن يسار المزني رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «يا أيُّهَا النَّاسُ، تُوبُوا إلى اللهِ واسْتَغْفِرُوهُ، فَإنِّي أَتُوبُ في اليَّومِ مائةَ مَرَّةٍ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আগার ইবন ইয়াসার মুযানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বাপর সকল গোনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি তাওবা ও ইসতিগফারের নির্দেশ দেন এবং নিজের সম্পর্কে সংবাদ দেন যে, তিনি প্রতিদিন একশ বার তাওবা করেন। এর মাধ্যমে তিনি উম্মতকে সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করেন।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ভিয়েতনামী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই অসমীয়া সুইডিশ ডাচ গুজরাটি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري কন্নড় الجورجية المقدونية
অনুবাদ প্রদর্শন
আরো