+ -

عن أبي مسعود الأنصاري رضي الله عنه مرفوعاً: «إنَّ مما أدرَكَ الناسُ من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنعْ ما شِئْتَ».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আবূ মাস‘ঊদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

পূর্বেকার নবীদের থেকে যেসব বাণীসমূহ বর্ণিত আছে, তন্মধ্যে একটি ওসিয়ত হচ্ছে লজ্জা সম্পর্কে। লজ্জা একটি অভ্যন্তরীণ স্বভাব, একটি মানুষকে যা সুন্দর ও সজ্জিত করে সেগুলো করতে এবং যা তাকে কলুষিত ও কালিমা লেপন করে সেগুলো না করতে উৎসাহিত করে। লজ্জা ঈমানের একটি স্বভাব। ঈমানের স্বভাব লজ্জা যদি মানুষকে খারাপ কর্ম থেকে বিরত না রাখে তাহলে কীসে তাকে বিরত রাখবে?

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি রোমানিয়ান মালাগাসি অরমো
অনুবাদ প্রদর্শন
আরো