+ -

عن أبي مسعود الأنصاري رضي الله عنه مرفوعاً: «إنَّ مما أدرَكَ الناسُ من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنعْ ما شِئْتَ».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আবূ মাস‘ঊদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

পূর্বেকার নবীদের থেকে যেসব বাণীসমূহ বর্ণিত আছে, তন্মধ্যে একটি ওসিয়ত হচ্ছে লজ্জা সম্পর্কে। লজ্জা একটি অভ্যন্তরীণ স্বভাব, একটি মানুষকে যা সুন্দর ও সজ্জিত করে সেগুলো করতে এবং যা তাকে কলুষিত ও কালিমা লেপন করে সেগুলো না করতে উৎসাহিত করে। লজ্জা ঈমানের একটি স্বভাব। ঈমানের স্বভাব লজ্জা যদি মানুষকে খারাপ কর্ম থেকে বিরত না রাখে তাহলে কীসে তাকে বিরত রাখবে?

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি অরমো
অনুবাদ প্রদর্শন
আরো