عن عبد الله ابن عباس رضي الله عنهما مرفوعاً: «إن الله تَجَاوزَ لِي عن أمتي الخطأَ والنِّسْيانَ وما اسْتُكْرِهُوا عليه».
[صحيح لطرقه] - [رواه ابن ماجه]
المزيــد ...
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় আমার কারণে আল্লাহ আমার উম্মত থেকে অনিচ্ছাকৃত পাপ ও ভুলকে এবং যার ওপর তাদেরকে বাধ্য করা হয় সেটা ক্ষমা করে দিয়েছেন।”
[একাধিক সনদ ও শাওয়াহেদ (সমঅর্থে আরও) হাদীস থাকার কারণে সহীহ] - [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।]
এই উম্মতের ওপর আল্লাহর রহমত যে, তিনি অনিচ্ছাকৃত অপরাধ, ওয়াজিব ভুলে যাওয়া অথবা হারাম সংঘটিত হওয়ার পাপ থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, তবে পরবর্তীতে ওয়াজিব স্মরণ হলে আঞ্জাম দিবে। আর যেসব পাপ ও অন্যায় করতে তাদের বাধ্য ও কড়াকড়ি করা হয় সেগুলোও। আল্লাহ তা‘আলা বলেন, “আর দীনের মধ্যে তোমাদের জন্যে তিনি কোনো সংকীর্ণতা রাখেন নি।”