+ -

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنين رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا، حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6092]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে হাঁ করে হাসাবস্থায় দেখিনি যে, তাঁর আলা জিহ্বা দেখা যেত। তিনি কেবল মুচকি হাসতেন।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 6092]

ব্যাখ্যা

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অত্যধিক হাসতেন না যে তার আলা জিহ্বা দেখা যেত, আলা জিহ্বা হল গলার উপরের অংশে সংযুক্ত মাংস, বরং তিনি মুচকি হাসতেন।

হাদীসের শিক্ষা

  1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কোন কিছুতে সন্তুষ্ট বা মুগ্ধ হলে মুচকি হাসা হাসতেন।
  2. ইবনু হাজার বলেন, এর অর্থ হলো, আমি তাকে হাসির সময় এত বেশী হাঁ করতে দেখিনি যে, তিনি হাসির প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে পুরোপুরি হেঁসেছেন।
  3. বেশী হাসি এবং অট্ট হাসির সাথে আওয়াজ উঁচু করা নেককারদের গুণাবলির অংশ নয়।
  4. বেশী হাসি একজন মানুষের গাম্ভির্যতা দূর করে এবং সাথীদের মধ্যে তার সম্মানকে লাগব করে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি নেপালি ইউরুবা দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري অরমো কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো