عن أنس رضي الله عنه قَالَ: كَانَ رسولُ اللهِ صلى الله عليه وسلم أحسنَ النَّاس خُلُقاً.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের চেয়ে বেশি সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, বিনয় ও আখলাকের বর্ণনা। কারণ, তিনি সমস্ত সৌন্দর্য ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং এগুলো তার ভেতর পূর্ণমাত্রায় ছিল।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে পরিপূর্ণ আখলাক।
  2. রাসূলের অনুকরণে উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান করা।