+ -

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مِنْ أَعْظَمِ الجِهَادِ كَلِمَةَ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ».

[حسن لغيره] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 2174]
المزيــد ...

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“সবচেয়ে মহান জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে ন্যায্য কথা বলা”।

[হাসান লিগাইরিহী] - - [সুনানে তিরমিযি - 2174]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর রাস্তায় সবচেয়ে উপকারী ও সবচেয়ে মহান কথা হলো জালিম গভর্নর অথবা জালিম শাসকের সামনে ন্যায় ও ইনসাফপূর্ণ কথা বলা। কারণ, এটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার নিদর্শন ও আদর্শের ওপর আমল। এটি কথা, লিখা, কর্ম অথবা যে কোনো উপায়ে হতে পারে, যার দ্বারা উপকারী স্বার্থ হাসিল হয় এবং অনিষ্ট দূরীভূত হয়।

হাদীসের শিক্ষা

  1. সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা জিহাদের অংশ।
  2. শাসককে উপদেশ প্রদান করা মহান জিহাদের অংশ, তবে সেটি ইলম, হিকমত ও নিশ্চয়তা ভিত্তিতে হওয়া উচিত।
  3. খাত্তাবী বলেন: এটি সর্বোত্তম জিহাদ। কেননা যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে সে আশা ও ভয়ের মধ্যে দ্বিধাগ্রস্ত থাকে, সে জানে না সে বিজয়ী হবে নাকি পরাজিত হবে। আর ক্ষমতার অধিকারী শাসক তার হাতে পরাস্ত, সে যদি সত্য বলে এবং ন্যায়ের নির্দেশ দেয় তবে সে নিজেকে নিশ্চিত বিপদের সামনে পেশ করল এবং সে নিজেকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করল; তাই আশঙ্কার দিকটি বেশি হওয়ার কারণে এটি সেরা জিহাদ। আর কেউ বলেছেন: এটি উত্তম জিহাদ; কারণ শাসক তার কথা মেনে নিলে সুফল বহু সংখ্যক মানুষকে শামিল করবে এবং সবার জন্য সুফল অর্জিত হবে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ ডাচ গুজরাটি কিরগিজ নেপালি লিথুনীয় দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি অরমো কন্নড় الولوف আজারী ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন