+ -

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2833]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“জান্নাতে একটি বাজার হবে, যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে। ফলে তাদের শোভা-সৌন্দর্য আরো বেড়ে যাবে। অতঃপর তারা রূপ-সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তাদের পরিবারের লোকেরা তাদেরকে দেখে বলবে, ‘আল্লাহর কসম! আপনাদের রূপ-সৌন্দর্য বেড়ে গেছে!’ তারাও বলে উঠবে, ‘আল্লাহর শপথ! আমাদের যাবার পর তোমাদেরও রূপ-সৌন্দর্য বেড়ে গেছে!”

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2833]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জান্নাতে এমন একটি জায়গা আছে যেখানে তারা মিলিত হবে, সেখানে কোন ক্রয়-বিক্রয় থাকবে না যেখান থেকে তারা যা ইচ্ছা তাই নেবে। তারা প্রতি সাত দিন অন্তর সেখানে আসবে এবং উত্তরের বাতাস বইবে আর তাদের মুখমণ্ডল এবং পোশাক দুলিয়ে দেবে, ফলে তাদের সৌন্দর্য ও শ্রী বৃদ্ধি পাবে। তারা শ্রী ও সৌন্দর্যে বর্ধিত হয়ে তাদের পরিবারের কাছে ফিরে আসবে এবং তাদের পরিবার তাদের বলবে: আল্লাহর কসম, আমরা চলে যাওয়ার পর তোমরা শ্রী ও সৌন্দর্যে বর্ধিত হয়েছ। তারা বলবে: আর আল্লাহর কসম, আমরা চলে যাওয়ার পর তোমরা শ্রী ও সৌন্দর্যে বৃদ্ধি পেয়েছ।

হাদীসের শিক্ষা

  1. জান্নাতীদের শ্রী ও সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার বয়ান।
  2. হাদীসটি একজন ব্যক্তিকে এমন সৎকর্ম করার আকাঙ্ক্ষার প্রদি উদ্বুদ্ধ করে যা তাকে এই জগতে নিয়ে যাবে।
  3. তিনি বিশেষভাবে উত্তরের বাতাসের কথা উল্লেখ করেছেন; কারণ এটি আরবদের জন্য সর্বোত্তম বাতাস ছিল, কারণ এটি কল্যাণ এবং বৃষ্টি বয়ে আনত।
  4. মানুষকে জান্নাত এবং তার নিয়ামতগুলোর প্রতি আগ্রহী করে আল্লাহর দিকে ডাকতে উৎসাহিত করা।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো