عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إن أهل الجنة لَيَتَراءَوْنَ الغُرَفَ في الجنة كما تَتَراءَوْنَ الكوكب في السماء».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
সাহাল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতীগণ (তাদের উপরস্থ) খাসকামরার লোকগণকে এমনভাবে দেখবে, যেভাবে তোমরা আকাশের তারকা দেখে থাক।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]
জান্নাতীদের মর্যাদা ও অবস্থান তাদের স্তর অনুযায়ী বিভিন্ন ধরনের হবে। এমনকি উচ্চ মর্যাদার অধিকারী যারা তাদেরকে তাদের নিচের স্তরের লোকেরা নক্ষত্রের মতো দেখতে পাবে।