শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنِ شُرَيْحٍ بنِ هانِئٍ قَالَ:

سَأَلْتُ عَائِشَةَ، قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: بِالسِّوَاكِ.
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 253]
المزيــد ...

শুরাইহ ইবন হানী রহ. বলেন, আমি ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কোন কাজটি করতেন? তিনি বললেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা সংবাদ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন। সব সময় মিসওয়াক করা শরী‘আত অনুমোদিত। তবে কিছু কিছু সময় মিসওয়াক করা শরী‘আত মুস্তাহাব করেছে। সে সময়গুলোর অন্যতম হলো, গৃহে প্রবেশের সময় মিসওয়াক করা। সম্ভবত সেটার কারণ হচ্ছে, বাহিরে জনসম্মুখে অধিক কথাাবার্তার দরুন সাধারণত মুখে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় তা দূর করা।

হাদীসের শিক্ষা

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ ডাচ গুজরাটি নেপালি হাঙ্গেরিয়ান الموري الجورجية المقدونية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো