عَن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«الْحَلِفُ مَنْفَقَةٌ لِلسِّلْعَةِ، مَمْحَقَةٌ لِلرِّبْحِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1606]
المزيــد ...
আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়”।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 1606]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করা এবং অতিরিক্ত শপথ করা থেকে সাবধান করে দিয়েছেন, এমনকি যদি তিনি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সত্যবাদী হন। তিনি বলেন যে এটি পণ্য এবং পণ্যদ্রব্যের বিস্তারের একটি কারণ, কিন্তু এটি লাভ ও লাভের বরকত হ্রাস ও বাতিল করে দেয়। আল্লাহ তার উপর এমন কিছু চাপিয়ে দিতে পারেন যার মাধ্যমে সে ধ্বংস হবে, তা সে চুরি, পুড়িয়ে মারা, ডুবিয়ে মারা, দখল, লুটপাট, অথবা অন্য কোন উপায়ে হোক যা তার সম্পত্তি ধ্বংস করবে।