+ -

عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ، قَالَ:
شَهِدْتُ العِيدَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَاليَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ.

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1990]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

বনূ আযহারের আযাদকৃত গোলাম আবূ ‘উবাইদ হতে বর্ণিত, তিনি বলেন,
আমি একদা ঈদে ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তখন তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন। (ঈদুল ফিতরের দিন) যে দিন তোমরা তোমাদের সাওম ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা তোমাদের কুরবানীর মাংস খাও।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 1990]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনে রোযা রাখতে নিষেধ করেছেন। ঈদুল ফিতর হলো রমযান মাসের রোযা ভাঙার দিন, আর ঈদুল আযহা হলো কোরবানির পশু খাওয়ার দিন।

হাদীসের শিক্ষা

  1. ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং তাশরিকের দিনগুলিতে রোযা রাখা নিষিদ্ধ; কারণ এটি কুরবানীর দিনের অংশ, তবে যারা কুরবানীর পশুর উপর সামর্থ হবে না তাদের ছাড়া, সেক্ষেত্রে তাদের জন্য তাশরিকের দিনগুলিতে রোযা রাখা জায়েয।
  2. ইবনু হাজার বলেন: বলা হয়েছে: দুই দিন নির্ধারণ করার সুবিধা হলো তাদের রোযা ভাঙার বাধ্যবাধকতার কারণ নির্দেশ করা, যা হল রোযা থেকে পৃথক হওয়া এবং তার পরে সিয়াম ভাঙার মাধ্যমে এর পূর্ণতা দেখানো এবং তার সীমা বর্ণনা করা। আর অন্যটি হল আল্লাহর নৈকট্য লাভের জন্য যবাই করা পশুর উদ্দেশ্যে যাতে তার থেকে খেতে পারে।
  3. খতীবের উচিত তার খুতবায় তার সময়ের সাথে সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা এবং উপযুক্ত উপলক্ষগুলি সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।
  4. কুরবানীর পশু খাওয়ার বৈধতা।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো