+ -

عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «من قال: سُبحان الله وبِحَمْدِه، غُرِسَتْ له نَخْلة في الجنة».
[صحيح] - [رواه الترمذي بزيادة: (العظيم)، وهذا لفظ الطبراني]
المزيــد ...

জাবির রাদিয়াল্লাহু আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি বলবে, سُبحان الله وبِحَمْدِه জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপন করা হবে”।
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি তাবরানী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সংবাদ দিচ্ছেন যে, যে ব্যক্তি তাসবীহ পাঠ করতে গিয়ে বলবে, سُبحان الله وبِحَمْدِه জান্নাতে তার জন্য প্রত্যেকবার তাসবীহ পাঠ করার বিনিময়ে একটি খেজুর গাছ রোপন করা হয়।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা সুওয়াহিলি অসমীয়া ডাচ
অনুবাদ প্রদর্শন
আরো