عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6420]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
"একজন বৃদ্ধ ব্যক্তির হৃদয় দুটি জিনিসে তরুণ থাকে: দুনিয়ার মহব্বত এবং আশার দৈর্ঘ্য।"
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 6420]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়স্ক মানুষ বৃদ্ধ হয় এবং তার শরীর দুর্বল হয়, কিন্তু তার হৃদয় দুটি জিনিসের ভালোবাসায় তরুণ থাকে: প্রথমটি: অর্থের প্রাচুর্যের মাধ্যমে দুনিয়ার প্রতি ভালোবাসা। দ্বিতীয়টি: দীর্ঘায়ু, বয়স, জীবন এবং আশা।