শ্রেণিবিন্যাস: ফযীলত ও শিষ্ঠাচার .
+ -

عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً: «لا تَتخِذوا الضَّيْعَةَ فترغَبُوا في الدنيا».
[صحيح] - [رواه الترمذي وأحمد]
المزيــد ...

আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।”
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার পিছনে ছুটে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও ঘরবাড়ি নির্মাণ করার মাধ্যমে ধন-সম্পদ উপার্জন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া থেকে সতর্ক করেছেন। কেননা এর ফলে যেই আখিরাতের জন্যই সৃষ্টিকূল সৃষ্ট হয়েছে তা থেকে বান্দা পরিপূর্ণভাবে ফিরে যায়।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা সুওয়াহিলি থাই অসমীয়া ডাচ গুজরাটি
অনুবাদ প্রদর্শন
আরো