عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا أَكَلَ أحدُكم فَلْيَأْكُلْ بِيَمِينِه، وإذا شَرِب فَلْيَشْرَبْ بِيَمِينِه فإنَّ الشيطان يأكلُ بِشِمَالِه، ويَشْرَب بِشِمَالِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
ইবন উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ খায় সে যেন তার ডান হাত দিয়ে খায় এবং যখন পান করে তখন সে যেন তার ডান হাত দিয়ে পান করে। কারণ, শয়তান তার বাম হাত দিয়ে খায় এবং পান করে।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
এ হাদীসটিতে ডান হাতে খাওয়া এবং ডান হাতে পান করার নির্দেশ রয়েছে এবং বাম হাতে খাওয়া ও পান করা হতে নিষেধ করা হয়েছে। এতে হুকুমের কারণ বর্ণনা করা হয়েছে। আর তা হলো শয়তান বাম হাতে খায় ও পান করে। এটি প্রমাণ করে যে, এখানে আদেশটি ওয়াজিবের জন্য। আর বাম হাতে খাওয়া ও পান করা হারাম। কারণ, তিনি এর কারণ বর্ণনা করেছেন যে, এটি শয়তানের কর্ম ও তার চরিত্র। আর একজন মুসলিমকে শয়তানতো দূরের কথা ফাসিকদের কালচার থেকেও বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোকের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের থেকে হয়।