عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا أَكَلَ أحدُكم فَلْيَأْكُلْ بِيَمِينِه، وإذا شَرِب فَلْيَشْرَبْ بِيَمِينِه فإنَّ الشيطان يأكلُ بِشِمَالِه، ويَشْرَب بِشِمَالِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

ইবন উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ খায় সে যেন তার ডান হাত দিয়ে খায় এবং যখন পান করে তখন সে যেন তার ডান হাত দিয়ে পান করে। কারণ, শয়তান তার বাম হাত দিয়ে খায় এবং পান করে।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসটিতে ডান হাতে খাওয়া এবং ডান হাতে পান করার নির্দেশ রয়েছে এবং বাম হাতে খাওয়া ও পান করা হতে নিষেধ করা হয়েছে। এতে হুকুমের কারণ বর্ণনা করা হয়েছে। আর তা হলো শয়তান বাম হাতে খায় ও পান করে। এটি প্রমাণ করে যে, এখানে আদেশটি ওয়াজিবের জন্য। আর বাম হাতে খাওয়া ও পান করা হারাম। কারণ, তিনি এর কারণ বর্ণনা করেছেন যে, এটি শয়তানের কর্ম ও তার চরিত্র। আর একজন মুসলিমকে শয়তানতো দূরের কথা ফাসিকদের কালচার থেকেও বেঁচে থাকার আদেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোকের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের থেকে হয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান সিংহলী কুর্দি পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. ডান হাতে খাওয়া ও পান করা ওয়াজিব। আর হাদীসের আদেশটি ওয়াজিব সাব্যস্ত করে।
  2. বাম হাতে খাওয়া ও পান করা হারাম।
  3. এতে ইশারা করা হয়েছে যে, যে সব কাজ শয়তানের কাজের সাথে সাদৃশ্য তা থেকে বিরত থাকা উচিত।
  4. শয়তানের দুটি হাত রয়েছে এবং সে খায় ও পান করে।
  5. ডানের সম্মান প্রদর্শন করা। কারণ, আমাদেরকে ডান হাতে খাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর এ কথা কারো অজানা নয় যে, খাদ্য হলো শরীরের সঞ্চালক। আর ভালো কর্মগুলো ডান হাত দিয়েই হয়ে থাকে।
  6. কাফেরদের সাথে সাদৃশ গ্রহণ করা নিষিদ্ধ। কারণ, আমাদেরকে শয়তানের সাথে সাদৃশ্য অবলম্বন করা থেকে নিষেধ করা হয়েছে। আর শয়তান হলো কুফরের সরদার।
  7. উম্মাতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা। কারণ, তিনি তাদের এমন একটি বিষয়ে দিক নির্দেশনা দেন যা তাদের কাছে গোপন ছিল।
আরো