عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 2133]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যার দু'জন স্ত্রী আছে এবং সে তাদের একজনের দিকে ঝুঁকে গেল, সে কিয়ামতের দিন কাত হয়ে আসবে।"
[সহীহ] - - [সুনানে আবু দাউদ - 2133]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অবহিত করেছেন যে, যার একাধিক স্ত্রী আছে এবং তাদের মধ্যে যথাসম্ভব ন্যায়বিচার বজায় রাখে না, আর্থিক সহায়তা, বাসস্থান, পোশাক এবং রাত্রিবাসের ক্ষেত্রে সমান আচরণ প্রদান করে না, কিয়ামতের দিন তার শাস্তিস্বরূপ তার শরীরের অর্ধেক অংশ ঝুলিয়ে রাখা হবে। এই ধরনের প্রবণতা তার অন্যায়ের জন্য একটি শাস্তি, যেমন সে তার আচরণে ঝুঁকে গিয়েছিল।