শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ:

«لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 13]
المزيــد ...

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

পরিপূর্ণ ঈমানদার ব্যক্তির উচিৎ সে নিজের জন্য যা পছন্দ করবে তার মুসলিম ভাইয়ের জন্যও তা পছন্দ করা। এই ভালোবাসার অর্থ হলো, যেসকল বিষয়ে উপকার রয়েছে সেকল বিষয়ে তার ভাইকে সহায়তা করা, চাই তা দীনি হোক বা দুনিয়াবী হোক। যেমন, নসীহত, ভালো কাজের নির্দেশনা, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ এবং অন্যান্য এমন বিষয় যা সে নিজের জন্য পছন্দ করে। সুতরাং ব্যক্তি তার মুসলিম ভাইকে সে দিকে পথ দেখাবে। আর যে কাজ নিজের জন্য অপছন্দ করবে এবং যার মধ্যে কমতি বা ক্ষতি রয়েছে সে তা থেকে তার ভাইকে দূরে রাখবে।

হাদীসের শিক্ষা

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ ডাচ গুজরাটি কিরগিজ নেপালি লিথুনীয় সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো