+ -

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا يَستُرُ عبدٌ عبدًا في الدنيا إلا سَتَره الله يوم القيامة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “দুনিয়াতে কোনো বান্দা যদি অপর কোনো বান্দার দোষ-ত্রুটি গোপন করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার দোষ-ত্রুটি গোপন করবেন।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

যখন কোনো মুসলিম ভাই তার অপর ভাইয়ের কোনো অপরাধ-অন্যায় দেখে, তার ওপর ওয়াজিব হলো তা গোপন রাখা, মানুষের মাঝে তা প্রচার না করা। কারণ, এটি অশ্লীল কর্ম প্রচার করার অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজটি করবে, আল্লাহর তা‘আলা অবশ্যই কিয়ামতের দিন তাকে বিনিময় দান করবেন, তার দোষ-ত্রুটি গোপন করবেন এবং সমস্ত মানুষের সামনে তাকে অপমান করবেন না।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি তামিল থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি নেপালি হাঙ্গেরিয়ান الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো