عن عبد الله بن عباس -رضي الله عنهما- مرفوعاً: «عمرة في رمضان تعدل حجة - أو حجة معي».
[صحيح.] - [متفق عليه.]
المزيــد ...
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু হিসেবে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রমযান মাসের ওমরাহ হজের সমতুল্য অথবা আমার সঙ্গে হজের সমতুল্য।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]
রমযান মাসে ওমরার সাওয়াব নফল হজ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমতুল্য।