عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2598]
المزيــد ...
আবূ দারদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
“অধিক অভিসম্পাতকারীগণ কিয়ামতের দিন শহীদ ও সুপারিশকারী হবে না”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2598]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি এমন কাউকে অভিশাপ দেয় যে তার যোগ্য নয়, সে দুটি শাস্তির যোগ্য হয়: প্রথমত: তিনি কিয়ামতের দিন উম্মতসমূহের কাছে তাদের রাসূলদের বার্তা পৌঁছানোর সাক্ষী হবেন না এবং তার পাপের জন্য তার সাক্ষ্য এই পৃথিবীতে গৃহীত হবে না এবং তাকে শাহাদাত অর্থাৎ আল্লাহর পথে শহীদ হওয়ার সৌভাগ্য দান করা হবে না। দ্বিতীয়ত: কিয়ামতের দিন যখন মুমিনরা তাদের জাহান্নামের যোগ্য ভাইদের জন্য সুপারিশ করবে, তখন তিনি সুপারিশ করবেন না।