عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ما أسفل من الكعبين من الإزار ففي النار». وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «إِزْرَة المسلم إلى نصف الساق، ولا حرج -أو لا جُناح- فيما بينه وبين الكعبين، فما كان أسفل من الكعبين فهو في النار، ومن جر إزاره بطَرا لم ينظر الله إليه».
[صحيحان] - [حديث أبي هريرة -رضي الله عنه-: رواه البخاري. حديث أبي سعيد -رضي الله عنه-: رواه أبو داود وابن ماجه وأحمد]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘লুঙ্গির যে পরিমাণটুকু পায়ের গাঁটের নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে।’ আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“মুসলিমের লুঙ্গি অর্ধ গোছা পর্যন্ত ঝুলানো উচিত। গাঁটের উপর পর্যন্ত ঝুললে [তি নেই। যে অংশ লুঙ্গি পায়ের গাঁটের নীচে ঝুলবে, তা জাহান্নামে নি[িপ্ত হবে। আর অহংকারবশতঃ যে ব্যক্তি পায়ের গাঁটের নীচে ঝুলিয়ে লুঙ্গি পরবে, তার দিকে আল্লাহ (করুণার দৃষ্টিতে) তাকিয়ে দেখবেন না।”
উভয় বর্ণনাসহ সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

মুসলিমের পরিধেয় লুঙ্গি-পায়জামা পরিধানের মুস্তাহাব পদ্ধতি হলো, কাপড়টি নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে। তবে টাখনুদ্বয় পর্যন্ত রাখলেও মুমিনের কোনো গুনাহ হবে না। কিন্তু টাখনুদ্বয়ের নিচে গেলে তা যদি লুঙ্গি-পায়জামা হয় তাহলে সে তার কাপড় ছেড়ে দেওয়ার অপরাধে শাস্তি পাবে। যে ব্যক্তির উপর আল্লাহর নিয়ামতসমূহ পরম্পরায় আসতেই থাকে সে যদি অহংকার ও অবাধ্যতা বশত নিজের কাপড় হেঁচড়িয়ে চলে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি তাকাবেন না।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান সিংহলী কুর্দি পর্তুগীজ
অনুবাদ প্রদর্শন
আরো