عن النعمان بن بشير رضي الله عنهما قال: ذكر عمرُ بن الخطاب رضي الله عنه ما أصَاب الناس من الدنيا، فقال: لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يَظَلُّ اليومَ يَلْتَوِي ما يَجدُ من الدَّقَلِ ما يَمْلأُ به بَطنه.
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু লোকেরা যে দুনিয়া লাভ করেছে সেটা উল্লেখ করলেন, তারপর বললেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সারা দিন ঝুঁকে থাকতেন, কিন্তু পেট ভরার জন্যে নিম্ন মানের খেজুরও পেতেন না।’
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আল্লাহ তা‘আলা সাহাবীগণের জন্য বিভিন্ন দেশকে জয় করে দেওয়া এবং মালে গণীমত একত্র করার ফলে লোকেরা দুনিয়ার যেসব ধন-সম্পদ লাভ করেছে সে কথা উল্লেখ করে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ক্ষুধায় ঝুঁকে থাকতেন, কিন্তু নিম্নমানের খেজুর ছাড়া আর কিছুই পেতেন না, যা দিয়ে পেট ভরবেন।’

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী কুর্দি
অনুবাদ প্রদর্শন
আরো