+ -

عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَت: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6789]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“এক চতুর্থাংশ দীনার বা তার চেয়ে বেশি পরিমাণ চুরির জন্যে হাত কাটা হবে।”

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 6789]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, চোরের হাত কাটা হবে যদি সে সোনার দীনারের এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশি মূল্যের জিনিস চুরি করে। এটি প্রায় ১.০৬ গ্রাম সোনার মূল্যের সমতুল্য।

হাদীসের শিক্ষা

  1. চুরি করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
  2. আল্লাহ তা'আলা চোরের শাস্তি নির্ধারণ করেছেন, তা হলো তার হাত কাটা; যেমন তিনি বলেন: 'পুরুষ চোর ও নারী চোর, তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও' (সূরা আল-মায়িদা: ৩৮)। আর হাদীসে এই শাস্তির শর্তাবলি ব্যাখ্যা করা হয়েছে।
  3. হাদিসে 'হাত' বলতে কব্জি থেকে হাতের অংশ কাটা বোঝানো হয়েছে, যা বাহুর সাথে সংযুক্ত থাকে।
  4. চোরের হাত কাটার মধ্যে হিকমত হলো মানুষের সম্পদ রক্ষা করা এবং অন্যায়কারীদেরকে সতর্ক করা।
  5. দীনার হলো সোনার একটি ওজন, যা বর্তমানে ২৪ ক্যারেট সোনার ৪.২৫ গ্রামের সমান। সুতরাং, এক চতুর্থাংশ দীনার প্রায় এক গ্রামের কিছু বেশি।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান মালাগাসি ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন