শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ وَابِصَةَ رضي الله عنه:

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا صَلَّى وَحْدَهُ خَلْفَ الصَّفِّ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ صَلَاتَهُ.
[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [مسند أحمد: 18000]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ওয়াবিসাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে নির্দেশ দিলেন।

[হাসান] - - [মুসনাদে আহমাদ - 18000]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কাতারের পিছনে একা এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে আদেশ করলেন; কারণ তার সালাত এই অবস্থায় শুদ্ধ হয়নি।

হাদীসের শিক্ষা

  1. জামাতের সালাতে দ্রুত যাওয়া এবং এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করা আর কাতারের পিছনে একা সালাত আদায় করবে না, হয়তো তার সালাত বাতিল হওয়ার স্মুখীন হবে।
  2. ইবনু হাজার বলেন, যে ব্যক্তি কাতারের পিছনে একাকী সালাত শুরু করল, তারপর রুকু হতে উঠার আগেই কাতারে প্রবেশ করল তার উপর পুনরায় সালাত পড়া ওয়াজিব না, যেমন আবু বাকরার হাদীসে বর্ণিত হয়েছে, অন্যথায় ওয়াবিসার হাদীসের ব্যাপকতার দাবি মোতাবেক পুনরায় পড়া ওয়াজিব হবে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি নেপালি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো