عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَكْثِرُوا ذِكْرَ هَادمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ.
[حسن] - [رواه الترمذي والنسائي وابن ماجه] - [سنن ابن ماجه: 4258]
المزيــد ...
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
[হাসান] - - [সুনানে ইবনে মাজাহ - 4258]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মৃত্যুকে বারবার স্মরণ করার আহ্বান জানিয়েছেন, কারণ মৃত্যু স্মরণ করলে পরকালের কথা মনে পড়ে যায় এবং তার অন্তরে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য, বিশেষ করে হারাম সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যায়।