শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ أَبِي الدَّرْدَاءِ رضي الله عنه: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2598]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ দারদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি:
“অধিক অভিসম্পাতকারীগণ কিয়ামতের দিন শহীদ ও সুপারিশকারী হবে না”।

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2598]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি এমন কাউকে অভিশাপ দেয় যে তার যোগ্য নয়, সে দুটি শাস্তির যোগ্য হয়: প্রথমত: তিনি কিয়ামতের দিন উম্মতসমূহের কাছে তাদের রাসূলদের বার্তা পৌঁছানোর সাক্ষী হবেন না এবং তার পাপের জন্য তার সাক্ষ্য এই পৃথিবীতে গৃহীত হবে না এবং তাকে শাহাদাত অর্থাৎ আল্লাহর পথে শহীদ হওয়ার সৌভাগ্য দান করা হবে না। দ্বিতীয়ত: কিয়ামতের দিন যখন মুমিনরা তাদের জাহান্নামের যোগ্য ভাইদের জন্য সুপারিশ করবে, তখন তিনি সুপারিশ করবেন না।

হাদীসের শিক্ষা

  1. অভিশাপ দেওয়া হারাম এবং ঘন ঘন অভিশাপ একটি মহাপাপ।
  2. হাদিসে শাস্তি কেবল সেই ব্যক্তির জন্য যে ঘন ঘন অভিশাপ দেয়, কেবল একবার বা এরকম কিছুর জন্য নয়, অধিকন্তু অনুমোদিত অভিশাপ তার অন্তর্ভুক্ত নয়, যার ব্যাপারে শরীয়তে বর্ণিত হয়েছে; যেমন নিন্দনীয় বৈশিষ্ট্যের অধিকারীদের নির্দিষ্ট না করে অভিশাপ দেওয়া, যেমন আপনার বলা: "আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের উপর অভিশাপ বর্ষণ করুন"; "যালিমদের উপর আল্লাহর অভিশাপ"; "আল্লাহ আলোকচিত্রীদের অভিশাপ দিন।"; "যে কেউ লূতের সম্প্রদায়ের কাজ করে, আল্লাহ তাকে অভিশাপ দিন।"; "যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দিন।"; "আল্লাহ অভিশাপ দেন সেই পুরুষদের যারা নারীদের অনুকরণ করে এবং সেই নারীদের যারা পুরুষদের অনুকরণ করে," ইত্যাদি।
  3. কিয়ামতের দিন মুমিনদের সুপারিশের দলীল।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো