+ -

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنينَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ:
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ.

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1174]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
যখন রমযানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজে জাগতেন, নিজ পরিজনদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং লুঙ্গি বেঁধে নিতেন।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 1174]

ব্যাখ্যা

যখন রমযানের শেষ দশ রাত প্রবেশ করত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা রাত সকল প্রকার ইবাদতের মাধ্যমে জেগে থাকতেন, নিজ পরিবার পরিজনদেরকেও সালাতের জন্য জাগাতেন, ইবাদতে তাঁর স্বভাবের চেয়ে বেশী কঠোর পরিশ্রম করতেন। এর জন্যই ফারিগ হতেন এবং স্ত্রী সংসর্গ বর্জন করতেন।

হাদীসের শিক্ষা

  1. মানুষকে সৎকর্ম করে পুণ্যময় সময়গুলোকে কাজে লাগাতে উৎসাহিত করা।
  2. আন-নওয়াবী বলেন: এই হাদিসে: রমজানের শেষ দশ দিনে ইবাদত বৃদ্ধি করা ও এর রাতগুলিকে ইবাদতের মাধ্যমে জীবিত করা মুস্তাহাব প্রমাণিত হয়।
  3. বান্দার উচিত তার পরিবারকে ইবাদতের নির্দেশ দিতে আগ্রহী হওয়া এবং তাদের উপর ধৈর্য ধরা।
  4. ভালো কাজ করার জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প, ধৈর্য এবং অধ্যবসায়।
  5. আন-নওয়াবী বলেন: "লুঙ্গি শক্ত করা" এর অর্থ সম্পর্কে আলিমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন: এটি হল অন্যান্য মাসে তার অভ্যাসের বেশী ইবাদতের প্রচেষ্টা করা।
  6. এর অর্থ: ইবাদতের জন্য হাতের আস্তিন গুটিয়ে নেওয়া। বলা হয়: আমি এই কাজের জন্য আমার কোমর শক্ত করে বেঁধেছি।
  7. অর্থাৎ: আমি তার জন্য আমার হাত গুটিয়ে নিলাম এবং নিজেকে তার জন্য উৎসর্গ করলাম। কেউ বলেছেন: এটি ইবাদতের জন্য নারীদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করার একটি ইঙ্গিত।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো