+ -

عن عائشة أم المؤمنين رضي الله عنها أن رسولَ الله صلى الله عليه وسلم قال: «تَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মারফূ হিসেবে বর্ণিত, “তোমরা রামযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানাচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর সঠিকভাবে নির্ধারণ করতে অনুসন্ধান করা, তাতে সৎআমল ও কিয়ামুল্লাইল করার নির্দেশনা দিয়েছেন।এর মাধ্যমেই লাইলাতুল কদর অন্বেষণ করা হবে। আর এটি রামাযানের শেষ দশকের বেজোড় রাতে।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো