«إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1900]
المزيــد ...
ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“যখন তোমরা তা দেখবে তখন সিয়াম রাখবে, আবার যখন তা দেখবে তখন সিয়াম ছাড়বে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে”।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 1900]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু ও শেষের আলামত ব্যাখ্যা করেছেন এবং বলেছেন: যখন তোমরা রমজানের চাঁদ দেখতে পাও সিয়াম রাখ। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে নেয়; তখন শাবান মাসের ত্রিশ দিন গণনা কর। আর যখন তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে, তখন তোমার সিয়াম ভেঙ্গে ফেলবে। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে ফেলে; তখন তোমরা রমজান মাসের ত্রিশ দিন গণনা কর।