শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1900]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“যখন তোমরা তা দেখবে তখন সিয়াম রাখবে, আবার যখন তা দেখবে তখন সিয়াম ছাড়বে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে”।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 1900]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুরু ও শেষের আলামত ব্যাখ্যা করেছেন এবং বলেছেন: যখন তোমরা রমজানের চাঁদ দেখতে পাও সিয়াম রাখ। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে নেয়; তখন শাবান মাসের ত্রিশ দিন গণনা কর। আর যখন তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে, তখন তোমার সিয়াম ভেঙ্গে ফেলবে। যদি তোমাদের ও তার মাঝে মেঘ আড়াল হয় এবং তোমাদেরকে ঢেকে ফেলে; তখন তোমরা রমজান মাসের ত্রিশ দিন গণনা কর।

হাদীসের শিক্ষা

  1. মাসের সূচনা প্রমাণের জন্য গণনার উপর নয়, দেখার উপর নির্ভর করা।
  2. ইবনুল মুনযির ঐকমত্য বর্ণনা করেছেন যে রমজান মাস (চাঁদ) দেখা ছাড়া শুধু গণনার মাধ্যমে শুরু হলে সিয়াম ফরয হবে না।
  3. মেঘ অথবা তার মত কোনো জিনিস রমযানের চাঁদ দেখার মাঝে প্রতিবন্ধক হলে শাবানের ত্রিশ দিন পূর্ণ করা ওয়াজিব।
  4. চান্দ্র মাস ঊনত্রিশ দিন বা ত্রিশ দিন ভিন্ন হয় না।
  5. মেঘ অথবা তার মত কোনো জিনিস শাওয়াল মাসের চাঁদ দেখার ক্ষেত্রে প্রতিবন্ধক হলে রমজানের ত্রিশ দিন পূর্ণ করা ওয়াজিব।
  6. যে ব্যক্তি এমন জায়গায় আছে যেখানে মুসলিমদের সিয়াম রাখার ব্যাপারে যাচাই করার জন্য কেউ নেই; বা এমন ব্যক্তি যে এটি যাচাই করতে সক্ষম নয়, তার উচিত সে যাকে বিশ্বস্ত মনে করে তার নিজের দেখায় অথবা তার বিশ্বস্ত যাকে বিশ্বস্ত মনে করে তার দেখায় নির্ভর করে এটি সংরক্ষণ ও যাচাই করা। তারপর এভাবে সিয়াম রাখবে ও সিয়াম ছাড়বে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি লিথুনীয় দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .