عن جابر رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم : «إن الشَّيطان قد يَئِسَ أن يَعْبُدَه المُصَلُّون في جَزيرة العَرب، ولكن في التَّحْرِيشِ بينهم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

জাবির রাদয়িাল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, "c2">“নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে যে, আরব উপদ্বীপে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, তবে তাদের মধ্যে উস্কানি দেওয়ার ক্ষেত্রে নিরাশ হয় নি।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

জাযীরার (আরব উপদ্বীপের) অধিবাসীরা মক্কা বিজয়ের পূর্বে যেমনি-ভাবে মূর্তি পূজায় লিপ্ত ছিল, তাতে পুনরায় ফিরে যাওয়ার ব্যাপারে শয়তান নিরাশ, তবে সে উস্কানি দেওয়াকে যথেষ্ট মনে করে এবং তাতে সন্তুষ্ট। আর তা হলো যুদ্ধ, বিদ্রোহ ,ফিতনা ,ঝগড়া, বিবাদ ও দুশমনি ইত্যাদি উৎপাদন করার মাধ্যমে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ তামিল
অনুবাদ প্রদর্শন
আরো