+ -

عن عثمان بن عفان رضي الله عنه مرفوعاً: «ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة: بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم، ثلاث مرات، إلا لم يَضُرَّهُ شيء».
[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه والنسائي في الكبرى وأحمد]
المزيــد ...

উসমান ইবনে আফ্ফান রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় এই দুআ তিনবার করে পড়বে, দো‘আটির অর্থ: সেই আল্লাহর নামে যাঁর নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি করতে পারে না এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞাতা।” তাকে কোনো জিনিস ক্ষতি করবে না।
[সহীহ] - [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

যখন কোনো বান্দা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর উদয়ের পর এবং সুর্যাস্তের পর, আহমাদের বর্ণনায় দিনের শুরুতে অথবা রাতের শুরুতে: (বিসমিল্লাহ) “আল্লাহর নামে।” অর্থাৎ আমি সম্মান ও বরকতের সাথে তার নাম উল্লেখ করছি। “যাঁর নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না।” অর্থাৎ সুন্দর বিশ্বাস ও খালেস নিয়তে তাকে স্মরণ করছি। “কোনো জিনিস তাকে ক্ষতি করবে না।” পৃথিবী ও আকাশ থেকে অবতীর্ণ কোনো বিপদ তাকে ক্ষতি করবে না। আর তিনিই আমাদের কথাগুলো শ্রবণকারী আর আমাদের অবস্থা সম্পর্কে সর্বজ্ঞাতা। হাদীসটি দ্বারা প্রমাণিত হয়, এ বাক্যগুলো পাঠকারীর যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি এ বাক্যগুলো প্রতিহত করবে।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি নেপালি রোমানিয়ান অরমো
অনুবাদ প্রদর্শন
আরো