+ -

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمنينَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ.

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2026]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

নবী সহধর্মিণী মুমিনগণের মা ‘আয়িশাহ্ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 2026]

ব্যাখ্যা

মুমিনদের মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন কদরের রাতের সন্ধানে ই‘তিকাফ করতেন এবং তিনি অব্যাহতভাবে আল্লাহ তাকে তুলে না নেওয়া পর্যন্ত তা করতে থাকেন। আর তাঁর পরে তাঁর স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না ই‘তিকাফ পালন করতেন।

হাদীসের শিক্ষা

  1. মসজিদে ইতিকাফের বৈধতা, এমনকি শরীয়তের বিধি-বিধান মেনে এবং ফিতনা থেকে নিরাপদ হওয়ার শর্তে মহিলাদের জন্যও মসজিদে ইতিকাফ করা জায়েয।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের রীতিমত ই‘তিকাফ পালন করার কারণে রমযানের শেষ দশ দিনে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ।
  3. ইতিকাফ একটি চলমান সুন্নাত যা রহিত হয়নি, কারণ তাঁর স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না তাঁর পরে ইতিকাফ করেছিলেন।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো