শ্রেণিবিন্যাস: ফিকহ ও উসূলে ফিকহ . অপরাধসমূহ .
+ -

عَن أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7072]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের কেউ যেন তার অপর কোন ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে। কেননা সে জানে না, হয়ত শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে (এক মুসলিমকে হত্যার অপরাধে) সে জাহান্নামের গর্তে নিপতিত হবে।”

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 7072]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে, কোনো মুসলিম যেন তার মুসলিম ভাই এর দিকে কোনো ধরনের অস্ত্র দ্বারা ইশারা না করে। কারণ, সে জানে না যে শয়তান তাকে তার হাতে থাকা অস্ত্র নড়াচড়া করতে প্ররোচিত করতে পারে, ফলে সে তার ভাইকে হত্যা করতে পারে বা তার ক্ষতি করতে পারে। এতে সে এমন পাপে জড়িয়ে পড়বে যা তাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে।

হাদীসের শিক্ষা

  1. মুসলিমের রক্তের পবিত্রতা বর্ণনা করা হয়েছে।
  2. একজন মুসলমানের সম্মান রক্ষা করা এবং কথায় বা কাজে তার ক্ষতি করা থেকে সতর্ক থাকা আবাশ্যক। এর মধ্যে আছে লোহার রড বা অস্ত্র দিয়ে ইঙ্গিত করা, এমনকি মজা করলেও; কারণ শয়তান তার হাতে প্ররোচনা দিতে পারে এবং তাকে তার ভাইকে আঘাত করতে প্রলুব্ধ করতে পারে, অথবা সে অস্ত্রটি তার হাতে থেকে নিয়ে নিতে পারে, ফলে তার ইচ্ছার বিরুদ্ধে এটি ঘটতে পারে এবং সে তার ভাইকে ক্ষতি করতে পারে।
  3. যে কাজ হারামের দিকে ধাবিত করে তা নিষিদ্ধ করার মাধ্যমে হারামের পথ বন্ধ করা হয়।
  4. সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে সম্পর্ক রক্ষা করা, এবং তাদের ভয় দেখানো বা আতঙ্কিত করা থেকে বিরত থাকা, এমনকি ইঙ্গিত বা হুমকি দিয়েও নয়।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান তার্কিশ রুশিয়ান সিংহলী ভিয়েতনামী কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি الجورجية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
আরো